ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

বরিশালে নতুন করে আক্রান্ত ৫৪, মৃত্যু ১

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৪:১০ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

বরিশালে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এর মধ্যে মফিজুর রহমানের নামের একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।

এ পর্যন্ত বরিশাল জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭৮ জন। আর মৃত্যু হয়েছে ১৪ জনের। এর মধ্যে মহানগরীরত ৭৭৩ ও সদর উপজেলাঢ ৩০ জন সহ মোট ৮০৯ জন, বাকি ৯টি উপজেলায় ১৯৪ জনসহ সর্বমোট ৯৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৬৯ জন।

এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরতদের মধ্য থেকে ১৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। জেলা পুলিশের ২৫ জন, নগর পুলিশের ১৫৪ জন নিয়ে মোট ১৭৯ জন।

অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে চরবাড়ীর তালতলীর মফিজুর রহমান (৭০) গতকাল দুপুর ২টায় ভর্তি হয় এবং রাত ৯টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। 

এএইচ/