ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

কুমিল্লায় আরও ৯১ জন আক্রান্ত, মৃত্যু ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০০ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

কুমিল্লায় নতুন করে ১১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২২১৭ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন করোনা (কোভিড-১৯) রোগী মারা গেছেন। এর মধ্যে লাকসাম উপজেলার দুজন, নাঙ্গলকোটের একজন ও কুমিল্লা সিটি করপোরেশনের একজন রয়েছেন। আজ করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৫ জন।

নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে দাউদকান্দিতে ৬ জন, বুড়িচংয়ে ৫ জন, লাকসামে ৯ জন, মুরাদনগরে ৪ জন, নাঙ্গলকোটে ৯ জন, মনোহরগঞ্জে ৪ জন, তিতাসে ৯ জন, সদর দক্ষিণে ৫ জন, দেবীদ্বারে ১২ জন, হোমনায় ৩ জন, ব্রাহ্মনপাড়া ১ জন ও চান্দিনায় ৬ জন। 

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ২২১৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬৩ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ২২১৭ জনের মধ্যে আজকের ১৪৫ জনসহ ৬৫১ জন সুস্থ হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্ত হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে কুমিল্লা সিটি কর্পোরেশনে ৫১১ জন,দেবীদ্বারে ২৩৯ জন, মুরাদনগরে ১৮৫ জন, চান্দিনায় ১৫৬ জন, লাকসামে ১৬২ জন, চৌদ্দগ্রামে ১৭৯ জন, বুড়িচংয়ে ১২৭ জন, নাঙ্গলকোটে ১০১ জন, আদর্শ সদরে ৯২ জন, দাউদকান্দিতে ৮৭ জন, সদর দক্ষিণে ৫৫ জন, তিতাসে ৬২ জন, ব্রাহ্মনপাড়ায় ৪৯ জন, বরুড়ায় ৬০ জন, মনোহরগঞ্জে ৪৭ জন, হোমনায় ৪৫ জন, মেঘনায় ২৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ১৬ জনসহ জেলায় মোট আক্রান্ত ২২১৭ জন।  কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ১৫,০০১ জন ও রিপোর্ট পাওয়া গেছে  ১৩,৪৮৩ জনের।
কেআই/