ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সীতাকুণ্ডে ১২টি স্বর্ণের বারসহ যুবক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

সীতাকুণ্ডে এক ব্যক্তির শরীরে তল্লাসি চালিয়ে ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার সময় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে এ ঘটনা ঘটে। এ সময় গৌতম বণিক (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে পুলিশ ভাটিয়ারী বাসের টিকেট কাউন্টারের সামনে ইয়াবা ট্যাবলেট আছে সন্দেহে এক ব্যক্তির শরীর তল্লাসি করে। এসময় তার কাছে ইয়াবার বদলে পাওয়া যায় ১২পিস স্বর্ণের বার। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১২০ ভরি। যার বাজার মূল্য ৬৯ লক্ষ ৬০ হাজার টাকা। আটককৃত গৌতম বণিক ফেনী জেলার ফুলগাজী থানার ৯নং পৌরসভা এলাকার উওর বড়ইয়াধীন অমর চাঁদ এর বাড়ির ফনি লাল বণিকের পুত্র। 

জানা গেছে,সে চট্টগ্রামে বসবাস করত এবং হাজারী গলি মিয়া শপিং কমপ্লেক্সে চন্দন সেন এর দোকানে চাকরি করতো। 

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, ভাটিয়ারীতে  একজনের কাছে ইয়াবা আছে এমন একটি গোপন সংবাদে এক ব্যক্তিকে আটক করে তল্লাসী করলে তার কাছে ১২ পিস স্বর্ণের বার পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেআই/