ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১৩ ১৪৩১

নবাবগঞ্জে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:০৮ পিএম, ১৮ জুন ২০২০ বৃহস্পতিবার

ঢাকার নবাবগঞ্জে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আব্দুল ওয়াছেক মিলনায়তনে দেড় হাজার কৃষকের মাঝে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এছাড়াও কৃষি মন্ত্রণালয় থেকে প্রতি ইউনিয়নে ৩২ জন করে উপজেলার ১৪টি ইউনিয়নে ৪৪৮ জন কৃষককে সবজি বীজ ও নগদ অর্থ দেওয়া হবে অনুষ্ঠানে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়মীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদুজ্জামান, কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল,যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান নন্দলাল সিং প্রমুখ।
কেআই/