ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৯ ১৪৩১

লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত : ১১:০৩ এএম, ২০ জুন ২০২০ শনিবার | আপডেট: ১১:০৫ এএম, ২০ জুন ২০২০ শনিবার

ভোলার লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সদর উত্তর বাজারের কাঠপট্টি ও কসাই পট্টি রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়দের সহযোগিতায় লালমোহন ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু, এর মধ্যে পল্টি মুরগি, গোস্ত, ফনফেকশনারি, কাঁচামাল, পার্স ষ্টোর ও একটি ফার্মেসিসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। যাতে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। 

এদিকে, ঘটনা জানতে পেরে ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

এআই//