রাজধানীতে বৃদ্ধা ও শিশুদের পাশে ‘ভালোবাসার আম’ নিয়ে ইকোহাট
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৯ পিএম, ২০ জুন ২০২০ শনিবার | আপডেট: ০৯:১১ পিএম, ২০ জুন ২০২০ শনিবার
অভিভাবক ও মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা ও শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ করেছে ইকোহাট- একুশে টেলিভিশন
ছিন্নমূল, সুবিধাবঞ্চিত শিশুদের পর এবার অভিভাবকহীন ও মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা ও শিশুদের মাঝে মৌসুমী ফল আম বিতরণ করেছে ই-কমার্স সাইট ‘ইকোহাট’। আজ শনিবার রাজধানীর কল্যাণপুরে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে এক শত বৃদ্ধা ও শিশুদের মাঝে এ ফল বিতরণ করা হয়।
২০১৪ সাল থেকে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার পরিচালনা করছেন মিল্টন সমাদ্দার। তিনি বলেন, ‘এমন উদ্যেগের জন্য ই-কোহাটকে ধন্যবাদ। অন্যরাও এভাবে এগিয়ে আসলে অন্তত কেউ মৌসুমী ফল টাকার অভাবে খাওয়া থেকে বঞ্চিত হতো না।’
ইকোহাট’র উদ্যোক্তাদের একজন রকিবুল হোসাইন। তিনি বলেন, ‘আমরা ছোট পরিসরে এটি চালু করেছি। যাদের আম কেনার সামর্থ নেই, তাদের যেন সবাই দেশী মৌসুমী ফল খাওয়ার সুযোগ করে দেয় সেটিকে উৎসাহিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।’ অন্যরাও এগিয়ে আসবে বলে প্রত্যাশা করেন রকিবুল। পুরো মৌসুম জুড়ে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএস/