ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কাল থেকে কারফিউ তুলে নিচ্ছে সৌদি আরব

মোহাম্মদ ফিরোজ, সৌদি আরব থেকে:

প্রকাশিত : ০৯:৫১ পিএম, ২০ জুন ২০২০ শনিবার

আগামীকাল ২১ জুন রবিবার থেকে সৌদি আরব আগের মত সাধারণ জনজীবনে ফিরে আসছে। দেশটিতে আগামীকাল সকাল থেকে সবধরনের কারফিউ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

ফলে সৌদিতে বসবাসরত সৌদি সহ সব দেশের নাগরিকদের প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য বাহিরে যেতে পারবেন। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে যেতে হবে। এছাড়াও মক্কা ও জেদ্দা সহ সারাদেশে কারফিউটি তুলে নেওয়া হবে। সমস্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম আগের মতো স্বাভাবিক ভাবেই পরিচালিত হবে। তবে এসব ক্ষেত্রে  সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পৌর, সামাজিক ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল থেকে সেলুন ও বিউটি পার্লারগুলো আগের মতো কাজ করতে পারবে। তবে মুখে মাস্ক ও হেন্ড গ্লাভস পরিধান করতে হবে। এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওমরা ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে। কিন্তু অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে। 

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমণ নির্দেশনা গ্রহণের জন্য সৌদিতে বসবাসরত সকল নাগরিকদের জন্য দুইটি এ্যাপস চালু করা হয়েছে। "তাবাউদ" এবং "তাওয়াক্কাল্লা" এই দুইটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য মন্ত্রণালয় থেকে আহ্বান জানিয়েছে।
 
মন্ত্রণালয় ৫০ জনেরও বেশি লোকের জমায়েত নেওয়া নিষিদ্ধ করেছে। তবে সকল মসজিদে সালাত আদায় করতে পারবে সামাজিক দূরত্ব বজায় রেখে। নিজ জায়নামাজ নিয়ে মসজিদে প্রবেশ করতে হবে এবং সালাত আদায় করে নিয়ে যেতে হবে এবং মুখে মাষ্ক অবশ্যই পরিধান করতে হবে। মন্ত্রনালয় এর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে একে অন্যের থেকে দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য বলা হয়েছে এবং অবশ্যই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যে বা যারা এই প্রতিরোধমূলক যে কোনও পদক্ষেপ লঙ্ঘন করবে তাদের শাস্তি দেওয়া হবে।

আজ ২০ জুন ২০২০ইং তারিখের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৩,৯৪১ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১,৫৪,২৩৩ জন। মারা গেছে ৪৬ জন, এই নিয়ে দেশটিতে মৃত্য হয়েছে ১,২৩০ জনের। সুস্থ হয়েছেন ৩,১৫৩   জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়েছেন ৯৮,৯১৭ জন। তথ্য সূত্রেঃ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরকে//