সুনামগঞ্জের স্বাস্থ্যবিভাগে করোনার হানা
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২২ জুন ২০২০ সোমবার | আপডেট: ০৫:২৬ পিএম, ২২ জুন ২০২০ সোমবার
সুনামগঞ্জ জেলার স্বাস্থ্যবিভাগের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ মিলিয়ে সারাজেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭৩ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যসহকারীসহ মোট ৭৩ জন সেবা প্রদান করতে গিয়ে সংক্রমণের শিকার হয়েছেন। এর মধ্যে ৩৪ জনই সুস্থ হয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন। আক্রান্তরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়েই সংক্রমণের শিকার হয়েছেন।
আক্রান্ত ১১ চিকিৎসকের মধ্যে সুস্থ হয়েছেন ৬ জন। তারা হলেন, সদরের ডাক্তার ওসমান আলী, ডাক্তার আল আমিন শাওন। ছাতকের ডা. কে এম শাহীন রেজা, ডা. মো. সাইদুর রহমান ও জগন্নাথপুরের ডাক্তার মাকসুদা আখতার রিমি, বিশ্বম্ভরপুরের ডাক্তার সোমাইয়া আরেফিন শান্তা।
সিনিয়র স্টাফ নার্স আক্রান্ত হয়েছেন ১১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ জন। তারা হলেন, দিরাইয়ের অর্চনা রেমা, শামীমা আখতার, শাললার প্রেমা রেমা, বিশ্বম্ভরপুরের হাবিবা আখতার, ধর্ম পাশার হেলেনা আখতার ও প্রভাতী দিবরা। সহকারী ২১ জনের আক্রান্তে সুস্থ হয়েছেন ২ জন। এছাড়া বিভিন্ন পর্যায়ের কর্মরত আরও ৩০ জন আক্রান্ত হন, সুস্থ হয়েছেন ১৮ জন।
সিভিল সার্জন ডা শামস উদ্দিন জানান, ‘করোনা শুরু হওয়ার পর থেকে ডাক্তার ও নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন জীবনের ঝুঁকি নিয়ে। এ সময় অনেকে আক্রান্ত হয়েছেন, অনেকেই সুস্থও হয়েছেন। বাকিরাও সুস্থ হয়ে আবার নিজ নিজ দায়িত্ব পালন করবেন আশাকরি।’
এআই//