জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে জনমত গড়ে তোলার আহ্বানঃ প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০১:২৬ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০১:২৬ পিএম, ১৬ মার্চ ২০১৭ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমিত সম্পদকে বিজ্ঞানসম্মতভাবে কাজে লাগাতে পারলে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ও এনএসটি ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। এ’সময় জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় শিক্ষার্থীদের মাঝে জনমত গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উচ্চতর গবেষণাকে উৎসাহিত করতে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে দু’জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ, চারজনকে এনএসটি ফেলোশিপ ও আরো চারজনকে গবেষণা অনুদান দেন প্রধানমন্ত্রী। এ’ নিয়ে চলতি অর্থবছরে মোট ৭০২ জন শিক্ষার্থী ও গবেষককে ৯ কোটি ১৭ লাখ টাকার ফেলোশিপ প্রদান করা হলো।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সীমিত সম্পদকে বিজ্ঞানসম্মতভাবে কাজে লাগাতে পারলে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জঙ্গি-সন্ত্রাসবাদ এবং মাদক মুক্ত রাখতে জনমত গড়ে তোলারও আহবান জানান শেখ হাসিনা।
ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।