লাদাখে চীনা কমান্ডারের মৃত্যু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০৪ পিএম, ২২ জুন ২০২০ সোমবার | আপডেট: ০৮:০৫ পিএম, ২২ জুন ২০২০ সোমবার
ভারত ও চীনের সীমান্ত লাদাখের সংঘর্ষে তাদের কমান্ডারেরও মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে চীন। আজ সোমবার আবার আলোচনায় বসেছেন দুই দেশের লেফট্যন্যান্ট জেনারেল পর্যায়ের সেনা কর্মকর্তারা। পূর্ব লাদাখে চীনের এলাকা চুশুলে এই বৈঠক হচ্ছে। খবর এনডিটিভি ও ডয়চে ভেলে’র।
এতদিন চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসের সম্পাদক লাদাখে চীনের তরফে হতাহতের কথা বললেও কোনও সংখ্যা জানাননি। চীনের থেকেও সরকারিভাবে কিছু জানানো হয়নি। এই অবস্থায় চুশুলের আলোচনায় প্রথমবার চীন তাদের কমান্ডিং অফিসারের মৃত্যুর কথা স্বীকার করল বলে দাবি করা হয়েছে।
লাদাখের সংঘর্ষে ভারতের বিহার রেজিমেন্টের কম্যান্ডং অফিসার কর্নেল সন্তোষ বাবুসহ ২০ জন সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৬ জন। তারা সকলেই ভালো আছেন। কয়েক সপ্তাহের মধ্যে আবার কাজে যোগ দেবেন।
এমএস/এসি