ব্যাটম্যান নির্মাতা জোল শুমাখার আর নেই
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৫ এএম, ২৪ জুন ২০২০ বুধবার
হলিউডের জনপ্রিয় নির্মাতা, ‘ব্যাটম্যান’ সিনেমার অন্যতম স্রষ্টা জোল শুমাখার মারা গেছেন। দীর্ঘদিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। সোমবার নিউইয়র্কে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করলেন এই নির্মাতা।
নির্মাতা হওয়ার আগে জোল শুমাখার ছিলেন একজন কস্টিউম ডিজাইনার। কিন্তু নিজ দক্ষতায় তিনি নির্মাতা বনে যান। নির্মাণ করেছিলেন ‘ব্যাটম্যান ফরেভার’, ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’, ‘দ্য লস্ট বয়েজ’, ‘সেন্ট এলমোজ ফায়ার’, ‘ফলিং ডাউন’র মতো জনপ্রিয় সিনেমা।
নব্বইয়ের দশকের সিনেমা ‘সেন্ট এলমোজ ফায়ার’র মাধ্যমে সবার নজরে আসেন জোল শুমাখার। এরপর ‘দ্য লস্ট বয়েজ’, ‘ফ্ল্যাট লাইনারস’ এবং ‘অ্যা টাইম টু কিল’ নির্মাণ করেন। সব সিনেমাই বক্স অফিস কাঁপায়।
ডিসি ইউনিভার্সের সঙ্গে যুক্ত হয়ে ব্যাটম্যান সিরিজের দুটি সিনেমাও নির্মাণ করেন তিনি। এগুলোই তার জীবনের অন্যতম অর্জন। এগুলোর মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন শত শত বছর।
এসএ/