অস্তিত্ব সংকটে চুনারুঘাটের ত্রিপুরা পল্লী
কামরুল হাসান শাকিম, হবিগঞ্জ
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার | আপডেট: ০৭:৫৩ পিএম, ২৬ জুন ২০২০ শুক্রবার
বর্ষার টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে হবিগঞ্জ জেলার চুনারুঘাটের ত্রিপুরা পল্লীতে ব্যাপক ধস দেখা দিয়েছে। এতে অস্তিত্ব বিলীনের হুমকিতে রয়েছে ত্রিপুরা পল্লীতে বসবাসরত পরিবারগুলো।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতছড়ি জাতীয় উদ্যানের পাশে ত্রিপুরা পল্লীতে পূর্বে বহু পরিবার বসবাস করলেও বর্তমানে মাত্র ২৪ টি পরিবার সেখানে রয়েছে। এরইমধ্যে বসতভিটা ভেঙে যাওয়ায় রাস্তায় বসেছে চারটি পরিবার। আবার বৃষ্টি আসলেই ভেঙে যেতে পারে আরও তিনটি বাড়ি। সরেজমিনে ঘুরে দেখা যায় দ্রুত যদি গাইডওয়াল নির্মাণ না করা হলে ভাঙ্গনের কারণে সবাইকে পথে নেমে আসতে হবে।
পল্লীর বাসিন্দা বকুল তন্তবায় বলেন, 'ভাঙা অংশটি গত বছরেও কিছুটা দূরে ছিল। সবাই মিলে বাঁধ দেয়া হয়েছিল। কিন্তু এবারের বৃষ্টিতে সেটা ভেঙে গেছে। আরেকটু ভাঙলেই তিনটি বাড়ি তলিয়ে যাবে৷ আমরা বিষয়টি অনেকের কাছে বলেছি। আমাদের উপজেলা চেয়ারম্যানের কাছে অনুরোধ ওনি এসে দেখুন। আমরা কতটা অসহায় অবস্থায় আছি। আমাদের বাড়ি আগে সামনে ছিল। সেটা ভেঙে গেছে। এখন যেটা করেছি সেটাও ভেঙে যাওয়ার উপক্রম। ইউএনও স্যার দেখে গেছেন। ওনি আশ্বাস দিয়েছেন। তবে দ্রুত পদক্ষেপ না নিলে বাড়িঘর তলিয়ে যাবে৷
স্থানীয় এক নারী বাসিন্দা বলেন, 'পাহাড়ি ঢলে আমাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে৷ সেজন্য সরকারের কাছে অনুরোধ আমাদের যেন সাহায্য সহযোগিতা করা হয়৷ ভাঙ্গনের কারণে আমরা ২৪টি পরিবার বিলীন হয়ে যাচ্ছি। কখন পাহাড়ি ঢল এসে ভেঙে নিয়ে যায় এই দুশ্চিন্তায় রাতে আমার ঘুমাতে পারিনা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি।
সাতছড়ি জাতীয় উদ্যোনের রেঞ্জ কর্মকর্তা মোতালিব হোসেন বলেন, 'ত্রিপুড়া পল্লীর পাশাপাশি সাতছড়ি জাতীয় উদ্যানের বিভিন্ন অংশ ভেঙে পড়ছে। উদ্যানের ভেতরে ব্রিজটিও ভেঙে পড়ার উপক্রম হয়ে পড়েছে।'
চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিৎ রায় দাশ বলেন, 'স্থায়ী সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলাপ আলোচনা চলছে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।'
আরকে//