ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় কমেছে আক্রান্ত ও প্রাণহানি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৯ জুন ২০২০ সোমবার

একদিন পরই বৈশ্বিক মহামারি করোনার ছয় মাস পূর্ণ হতে যাচ্ছে। এরই মধ্যে বিশ্বের কোটিরও বেশি মানুষ ভাইরাসটিতে প্রাণ হারালেও প্রতিষেধক তৈরিতে সফলতা মিলেনি এখনও। গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় সংক্রমণ ও প্রাণহানি কিছুটা কমেছে। তারপরও করোনার শিকার এখন পর্যন্ত ১ কোটি ২ লাখের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৪ হাজারের বেশি ভুক্তভোগীর। যদিও সাড়ে ৫৫ লাখের বেশি মানুষ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। 

অন্যদিকে, হাতেগোনা কয়েকটি দেশ স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এমনকি নিয়ন্ত্রণে আসা উৎপত্তিস্থল চীনে দ্বিতীয় দফায় সংক্রমণ দেখা দিয়েছে। কম করে হলেও প্রতিদিনই সেখানে নতুন করে আক্রান্তের খবর আসছে গণমাধ্যমগুলোতে। 

আজ সোমবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ১ লাখ ৬৩ হাজার ১৭২ জন মানুষ। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ২ লাখ ৩৮ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৩ হাজার ৪৫৪ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ৪ হাজার ৭৮ জনে ঠেকেছে। 

এর মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৩৭ হাজার ৭৭ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৪৩৭ জনের। 

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১৩ লাখ ৪৫ হাজার ২৫৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি  ৫৭ হাজার ৬৫৮ জনে ঠেকেছে। 

আক্রান্তের তালিকায় তিনে থাকা রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার অতিক্রম করেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ৯ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। 

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে সংক্রমণ সাড়ে ৫ লাখ ছুঁই ছুঁই। এখন পর্যন্ত সেখানে ৫ লাখ ৪৯ হাজার ১৯৭ জন মানুষ করোনার শিকার হয়েছেন। প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৪৮৭ জনের। 

যুক্তরাজ্যে সংক্রমণ ৩ লাখ ১১ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৪৩ হাজার ৫৫০ জনে দাঁড়িয়েছে। 

এদিকে, নিয়ন্ত্রণে আসা স্পেনে আরও ২ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। এতে করে প্রাণহানি বেড়ে ২৮ হাজার ৩৪৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত ২ লাখ ৯৫ হাজার ৮৫০ জন মানুষ। 

সংক্রমণ ২ লাখ ৭৯ হাজারের বেশি লাতিন আমেরিকার দেশ পেরুতে। মৃত্যু হয়েছে সেখানে ৯ হাজার ৩১৭ জনের।

চিলিতে সংক্রমণ ২ লাখ ৭২ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ গেছে ৫ হাজার ৫০৯ জনের।  

ইউরোপে প্রথম আঘাত হানা ইতালিতে ২ লাখ ৪০ হাজার ৩১০ জন মানুষ করোনার শিকার। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৩৪ হাজার ৭৩৮ জন মানুষ। 

মধ্যপ্রাচ্যের ইসলামি প্রজাতান্ত্রিক দেশ ইরানে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ২২ হাজারের বেশি। প্রাণহানি ঘটেছে ১০ হাজার ৫০৮ জনের। 

লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে আক্রান্ত ও মৃতের ঘটনা। ইতিমধ্যেই সেখানে সংক্রমণ ২ লাখ ১৭ হাজার ছুঁই ছুঁই। প্রাণ গেছে ২৬ হাজার ৬৪৮ জনের।  

দক্ষিণ এশিয়ার আরেক ভুক্তভোগী পাকিস্তানে আক্রান্ত দুই লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত সেখানে করোনার শিকার ২ লাখ ৩ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ৪ হাজার ১১৮ জনের। 

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল রোববার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৭৩৮ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫৫ হাজার ৭২৭ জন মানুষ। 

এআই//