ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

যমুনায় বিপদসীমার ২৬ সেন্টিমিটারে পানি

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১১:০০ এএম, ২৯ জুন ২০২০ সোমবার

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের টানা বর্ষণে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। আজ সোমবার সকালে তা বিপদসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বেড়েছে ২০ সেন্টিমিটার। আগামী কয়েকদিন যা এ অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

পানি বৃদ্ধির ফলে নদীর চরাঞ্চল ও নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে পাট, তিল, আখ এবং বিভিন্ন সবজি খেত। নিচু এলাকার মানুষদের নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

এআই//