ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

কুমেকে এবার একদিনেই ৭ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৯ জুন ২০২০ সোমবার

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের প্রাণহানি ঘটেছে।

এর মধ্যে একজন করোনায় আক্রান্ত হলেও বাকি ৬ জনেরই উপসর্গে মৃ্ত্যু হয়। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী।

মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার চান্দিনার রাফিয়া (৬৫) ও আতিকা রেজি (৬৭), বরুড়ার তোফাজ্জল হোসেন (৫০) ও সেলিমুল ইসলাম ভূইয়া, সদরের বিলকিস বেগম (৪৫), মমতাজ বেগম (৫৫) ও আবু তাহের (৬০)। 

হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানি ভূইয়া জানান, ‘মৃতদের ছয়জনই জ্বর, সর্দি ও শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে ও অন্যজন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ২৪ জনসহ এ হাসপাতালে মোট রোগী ভর্তি আছে ১০৮ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ৯ জনকে নেয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১১ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। 

এআই//