ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

জিএসকে বাংলাদেশকে কিনে নিল ইউনিলিভার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৫ এএম, ২৯ জুন ২০২০ সোমবার

আনুষ্ঠানিক ঘোষণার দেড় বছর পর ২ হাজার ২০ কোটি টাকায় গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডের সিংহভাগ শেয়ার কিনে নিয়েছে ইউনিলিভার। 

গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে এ লেনদেন সম্পন্ন হয়েছে।

জিএসকে বাংলাদেশের মূল কোম্পানি যুক্তরাজ্যের সেটফার্স্টের কাছ থেকে ২ হাজার ২০ কোটি টাকায় ৮২ শতাংশ শেয়ার কিনে নেয় ইউনিলিভারের সাবসিডিয়ারি ইউনিলিভার ওভারসিজ হোল্ডিংস বিভি।

ব্লক মার্কেটে গতকাল জিএসকে বাংলাদেশের ১ কোটি ৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার ২ হাজার ৪৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। টাকার অংকে যার পরিমাণ ২ হাজার ২২৫ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে ৯৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার ইউনিলিভার ওভারসিজ হোল্ডিংস বিভির কাছে বিক্রি করেছে সেটফার্স্ট, অর্থমূল্যে যার পরিমাণ ২ হাজার ২০ কোটি ৭৫ লাখ টাকা। আর বাকি ১০ লাখ শেয়ার ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তার নিজস্ব প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন করেছে, অর্থমূল্যে যার পরিমাণ ২০৪ কোটি ৬৩ লাখ টাকা। 

গতকাল ডিএসইতে জিএসকে বাংলাদেশের শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ দশমিক ১১ শতাংশ বেড়ে সর্বশেষ ২ হাজার ১১০ টাকায় লেনদেন হয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে জিএসকে বাংলাদেশ জানায়, কোম্পানিটির সিংহভাগ শেয়ারধারণ করা প্রতিষ্ঠান সেটফার্স্ট লিমিটেড এ বছরের ২৪ জুন চিঠির মাধ্যমে জানিয়েছে, তাদের কাছে থাকা জিএসকে বাংলাদেশের ৯৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার তারা ইউনিলিভার ওভারসিজ হোল্ডিংস বিভির কাছে বিক্রি করবে। এ শেয়ার বিক্রির বিষয়টি সেটফার্স্টের পর্ষদে অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে ইউনিলিভার ও জিএসকের অধিগ্রহণ প্রক্রিয়ার শর্ত পূর্ণ হবে।

এমবি//