ঢাকা, রবিবার   ১০ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৬ ১৪৩১

শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে নিজ দেশে ফেরত পাঠানো হবে

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ১২ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ০৮:৩৪ পিএম, ১২ মার্চ ২০১৬ শনিবার

unশান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে নিজ দেশে ফেরত পাঠানো হবে- এ সংক্রান্ত প্রস্তাব পাস করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পরিষদের ১৪টি সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিরত ছিলো মিশর। নতুন প্রস্তাব অনুযায়ী, তদন্তে শান্তিরক্ষী কন্টিনজেন্টের গাফিলতি পাওয়া গেলে পুরো ইউনিটকেই নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে নিরাপরাধ সেনা সদস্যরাও এমন শাস্তির শিকার হতে পারেন উল্লেখ করে অনেক দেশই উদ্বেগ প্রকাশ করেছে। গেল বছর জাতিসংঘের ১০টি মিশনের শান্তিরক্ষীদের বিরুদ্ধে শিশু ধর্ষণ ও যৌন নিপীড়নের ৬৯টি অভিযোগ ওঠে।