ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

যমুনায় এখনও বিপদসীমার উপরে পানি, দুর্ভোগে চরাঞ্চলবাসী

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১০:০১ এএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত যমুনায় পানি ১৪ থেকে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

তবে জেলাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে পানি কমার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

এদিকে, পানি বৃদ্ধির ফলে চৌহালী, শাহজাদপুর, এনায়েতপুর, বেলকুচি কাজিপুর ও সদর উপজেলার চরাঞ্চলগুলোর নিচু এলাকার বেশ কিছু ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে করে মানুষের মাঝে দুর্ভোগ দেখা দিয়েছে। কাঁচা ঘাস তলিয়ে দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট।

এআই/