ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জাতির পিতার জন্মশতবার্ষিকীতে সেনাপ্রধানের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার | আপডেট: ০৩:০৬ পিএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার

বেলুন উড়িয়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচী’র উদ্বোধন করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ

বেলুন উড়িয়ে ‘বৃক্ষরোপণ কর্মসূচী’র উদ্বোধন করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বঙ্গবন্ধুর স্বারক বিশেষ বৃক্ষরোপণ অভিযান-২০২০ এর উদ্বোধন করেছেন। 

আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসের ‘আল্লাহু মসজিদ’ প্রাঙ্গণে একটি কাঠগোলাপ গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা সেনানিবাসে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচীর উদ্বোধন করেন তিনি। 

একইসাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সেনানিবাসে এই কর্মসূচীরও উদ্বোধন করেন সেনাপ্রধান। 

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এ বছর বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য, ‘সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃক্ষরোপণ অভিযান-২০২০ এ ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে। সকল সেনানিবাস, স্বর্ণদ্বীপসহ সকল প্রশিক্ষণ এলাকা ও ফায়ারিং রেঞ্জ, সকল ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হবে, যা মাসব্যাপী চলমান থাকবে। এ বছর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তিন লক্ষাধিক বৃক্ষরোপণ করা হবে। 

দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে জাতির পিতার জন্মশতবার্ষিকীকে বিশেষ অর্থবহ করে তুলতে সকলকে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্দেশ্যে বলেও জানানো হয়। 

এআই//এমবি