নওগাঁয় সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:২৭ পিএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার
নওগাঁয় সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানু ও চাঁদ-ভৈরবের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে সাওঁতাল বিদ্রোহ দিবস পালন করা হযেছে। বাংলাদেশের সামাজতান্ত্রিক দল বাসদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি শেষে মঙ্গলবার দুপুরে শহরের মুক্তির মোড়ে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বাসদের জেলা সমন্বযক জয়নাল আবেদীন মকুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কালিপদ সরকার, শমসের আলী মোল্লা, রবিউল টুডু, মিজানুর রহমান ও সোনালী ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, আজ থেকে ১৬৫ বছর আগে ১৮৫৫ সালে এদেশের কৃষক, আদিবাসীসহ গরীব মানুষের কথা ভেবে যে লড়াই করে সিধু–কানু জীবন উৎসর্গ করেছিলেন সে সমাজ এখনও প্রতিষ্ঠা হয়নি। তাই লুটেরা পুঁজিপতি যারা কালো টাকা সাদা করে সমাজে ঘুষ–দুর্নীতিকে বৈধতা দেয়,আদিবাসীসহ গরিব মানুষের পুকুর সম্পত্তি জোর করে দখল করে,যারা শ্রমিক ছাঁটাই করে শ্রমিকের ন্যায্য মজুরি দেয় না যারা মজুদদারী করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে, যারা নারী ও শিশু নির্যাতন করে তাদের বিরুদ্ধে সিধু–কানুর দেখানো পথে লড়াই অব্যাহত রাখতে হবে।
কেআই/