প্রবীন সাংবাদিক ও ভাষা সৈনিক জয়নুল আবেদিন স্মরনে শোক সভা
প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার | আপডেট: ০৬:৪৮ পিএম, ১৮ মার্চ ২০১৭ শনিবার
প্রবীন সাংবাদিক ও ভাষা সৈনিক জয়নুল আবেদিন স্মরনে শোক সভা করেছে ঢাকা রিপোর্টাস ইউনিটি।
সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে জয়নুল আবেদিন স্মরনে আলোচনার আয়োজন করা হয়। এতে বক্তরা বলেন, জয়নুল আবেদিন সারাজীবন সত্য এবং ন্যায়কে ধারন করে সাংবাদিকতা করে গেছেন। সাংবাদিক জীবনে কখনই কোন অপশক্তির সঙ্গে আপোষ করেনি। এসময় বক্তরা তার জীবনের নানা দিক তুলে ধরেন। আলোচনায় ঢাকা রিপোর্টস ইউনিটির সভাপতি এবং সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।