ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

কুমেকে আরও ৬ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনার উপসর্গ নিয়ে আরও ৬ জন মারা গেছেন। এ নিয়ে এপ্রিল থেকে এখন পর্যন্ত ১৫৩ জনের মৃত্যু হলো। 

মৃতদের মধ্যে ১২৭ জনই করোনার উপসর্গ নিয়ে মারা যান। বাকি ২৬ জন ভাইরাসটিতে ভুগে।  

হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানি ভূইয়া জানান, ‘নতুন করে মৃত ৬ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।’

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ২২ জনসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১০৫ জন চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪ জন। আর প্রাণহানি ঘটেছে মোট ১৫৩ জনের।

এআই//