ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

অজানা রোগে আক্রান্ত নেত্রকোনার দুই ভাই

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ১৯ মার্চ ২০১৭ রবিবার | আপডেট: ০৯:৩৯ এএম, ১৯ মার্চ ২০১৭ রবিবার

অজানা রোগে আক্রান্ত নেত্রকোনার কেন্দুয়ার দুই ভাই। বাবা-মা’র চোখের সামনে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তারা। ডাক্তার কবিরাজ দেখিয়েও কোন ফল না পাওয়ায় নিরাশ হয়ে পড়েছে পরিবারটি। চিকিৎসকের মতে উন্নত চিকিৎসায় বেঁচে যেতে পারে এই দুটি প্রাণ। অখিল দেবনাথ । স্বপ্ন দেখতেন তার সন্তানদের নিয়ে। সুস্থ স্বাভাবিক হয়েই জন্ম নিয়েছিল তার দুই ছেলে। কিন্তু হঠাৎ অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে পঙ্গু হয়ে যায় তারা। বর্তমানে অভিশপ্ত জীবন যাপন করছে ২৪ বছরের টিটু দেবনাথ ও ১৮ বছরের মিটু দেবনাথ। সন্তানদের বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন অসহায় বাবা-মা। এটিকে জিনগত সমস্যা উল্লেখ করে আধুনিক চিকিৎসার পরামর্শ দিলেন চিকিৎসকরা। এছাড়া দুই ভাইয়ের চিকিৎসায় সরকারী সহযোগিতার আশ্বাস দিয়েছেন নেত্রকোনা জেলা প্রশাসক। সরকার ও বিত্তবানদের সহযোগিতায় দুই ভাই ফিরে পেতে পারে স্বাভাবিক জীবন, এমনটিই মনে করছেন এলাকাবাসী।