ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

মুজিব শতবর্ষে যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

মুজিব শতবর্ষ উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতা কর্মীকে অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। দলীয় সভাপতির নির্দেশে এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে সাড়া দিয়ে সারাদেশের স্থানীয় যুবলীগের নেতা কর্মীরা পহেলা আষাঢ় থেকে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করছে।

কর্মসূচি অনুযায়ী বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষ রোপনে নানামুখী কর্ম সম্পাদন করা হয়। যেমন-

ঢাকা বিভাগঃ 
ঢাকা মহানগরের ৫৩ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করে ফলজ ও বনজ গাছ লাগান স্থানীয় নেতা কর্মীরা।
- ধামরাই উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বছরব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
- ৯৯ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে নাজনীন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে স্থানীয় নেতা কর্মীরা।
- ৬৫নং ওয়ার্ড যুবলীগের নেতা কর্মীরা ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
- ভাটারা থানা যুবলীগ ছোলমাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।
- সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতার উদ্যোগে নগরের ৬০ ফিট রোডে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।
 
চাঁদপুর জেলাঃ
- মতলব উত্তর উপজেলায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক। বর্ষার এই সময়ে উপজেলাজুড়ে লাগানো হবে ৫ হাজার ফলদ, ঔষধি এবং কাঠ গাছ লাগানো হবে।
- সদর উপজেলার মধ্য ইচলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
- জেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে জেলা নেতা কর্মী।
-  মতলব উত্তরের এর নিশ্চিন্তপুর স্কুল ও নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল।
- কচুয়া উপজেলা যুবলীগ এর অর্থায়নে কোমরকাশা জামালিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি’র উদ্বোধন করা হয়।
- হাজিগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে নেতা কর্মীরা। 

গাজীপুর জেলাঃ
- গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে ২৩ নং ওয়ার্ডে বছরব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
- পোড়াবাড়ী শাহসূফী ফছিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন গাজিপুর মহানগর যুবলীগ।
- মহানগর ২ নং ও ৩ নং ওয়ার্ড যুবলীগ এলাকার পতিত জমিতে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
- টঙ্গী পূর্ব থানা যুবলীগের উদ্যোগে বিভিন্ন জাতের গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
- মহানগর ৩৪ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে বিভিন্ন জাতের ফলজ বলজ ও ওষুধী গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে স্থানীয় নেতা কর্মীরা।
- মহানগর ১৪ নং ওয়ার্ড যুবলীগ এর উদ্যোগে বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাথ প্রাঙ্গনে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে নেতা কর্মীরা।
- মহানগর ৫৬ নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে পতিত জমিতে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে নেতা কর্মীরা।
- কাশিমপুর থানা যুবলীগের উদ্যোগে বিভিন্ন জাতের ফলজ, বনজ, ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে স্থানীয় নেতা কর্মীরা।
- টঙ্গি পশ্চিম থানা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
- মহানগর ৪১ নং ওয়ার্ড  যুবলীগের উদ্যোগে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ওষুধী গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে নেতা কর্মীরা।
- মহানগর ১১ নং ওয়ার্ড যুবলীগের আয়োজনে বৃক্ষরোপণ করে স্থানীয় নেতা কর্মীরা।
- মহানগর ২১নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে স্থানীয় নেতা কর্মীরা।

ময়মনসিংহ জেলাঃ
- ময়মনসিংহ জেলা যুবলীগের উদ্যোগে বছরব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
- ময়মনসিংহ মহানগর যুবলীগের উদ্যোগে নগরীর আবুল মনসুর সড়কে ৫০টি গাছ লাগান যুবলীগের নেতা কর্মীরা।
- গফরগাঁও উপজেলা যুবলীগের উদ্যোগে ফলজ, বনজ, ওষুধি গাছ রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
- কেন্দ্রীয় যুবলীগ নেতার উদ্যোগে সদর উপজেলায় ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
- ভালুকা উপজেলা যুবলীগের উদ্যোগে বিভিন্ন জাতের ফলজ বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় ।

কুড়িগ্রাম জেলাঃ
- জেলা যুবলীগের উদ্যোগে ও অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে জেলা যুবলীগ।
- ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে স্থানীয় নেতা কর্মীরা। 

খুলনাঃ
- খুলনা মহানগর যুবলীগের উদ্যোগে নগরে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়। 

লক্ষ্মীপুর জেলাঃ
- সদর উপজেলা যুবলীগের উদ্যোগে ভবানীগঞ্জ ইউনিয়নের ভবানীগঞ্জ বহুমুখী স্কুল প্রাঙ্গনে গাছ লাগিয়ে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে স্থানীয় নেতা কর্মীরা।
- রায়পুর উপজেলা যুবলীগের উদ্যোগে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২২০০ বনজ, ফলজ ও ওষুধি গাছ বিতরন করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে স্থানীয় যুবলীগ।  

ফেনী জেলাঃ
- ফেনী পৌর যুবলীগের উদ্যোগে বছরব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয় ।

নেত্রকোনা জেলাঃ
- নেত্রকোনা সদর উপজেলা যুবলীগের উদ্যোগে বছরব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। 

সুনামগঞ্জ জেলাঃ
- সুনামগঞ্জ জুবলী উচ্চ বিদ্যালয় মাথ প্রাঙ্গনে জেলা যুবলীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
- ছাতক উপজেলাজুড়ে গাছ লাগিয়ে স্থানীয় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

মুন্সিগঞ্জ জেলাঃ
- লৌহজং উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা জুড়ে বনজ, ফলজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
- জেলা যুবলীগের উদ্যোগে বছরব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষুধি গাছ লাগিয়েছে জেলা নেতা কর্মীরা ।

কুমিল্লা জেলাঃ
- যুবলীগের কেন্দ্রীয় নেতার উদ্যোগে কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন জায়গায় ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
- কুমিল্লা উত্তও জেলার বাংগরা বাজারে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে স্থানীয় যুবলীগ।
- কুমিল্লা দক্ষিন জেলা বছরব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী উপলক্ষে কুমিল্লা দক্ষিন জেলা যুবলীগের বৃক্ষ রোপন কার্যক্রম শুরু।
- ব্রাক্ষনপাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে নানা জাতের গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে স্থানীয় নেতা কর্মীরা। 
- উত্তর জেল মুরাদনগর উপজেলা যুবলীগের নেতা কর্মীরা বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
- মহানগর যুবলীগের উদ্যোগে ৪ নং ওয়ার্ডের কাপ্তান বাজার পাক্কা মাথা সংলগ্ন গোমতী নদীর পাড়ে গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে। 
 
গাইবান্ধা জেলাঃ
- গাইবান্ধা পৌর পার্কে বিভিন্ন জাতের ফলজ বনজ ও ওষিধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে জেলা যুবলীগ।
- সাঘাটা উপজেলা যুবলীগ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে। উপজেলার বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছে তারা।
- ফুলছড়ি উপজেলা যুবলীগের নেতা কর্মীরা নিজ নিজ এলাকায় গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

যশোর জেলাঃ
- জেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে জেলা যুবলীগ। 

ব্রাক্ষ্মনবাড়িয়া জেলাঃ
- কেন্দ্রীয় যুবলীগ নেতার উদ্যোগে ও অর্থায়নে সদর বিজয় নগর উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করে স্থানীয় যুবলীগ।

 সাতক্ষীরা জেলাঃ
- জেলা যুবলীগের উদ্যোগে শহরে গাছ লাগিয়ে বছরব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

হবিগঞ্জ জেলাঃ
- জেলা যুবলীগের উদ্যোগে বিভিন্ন জাতের গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।
- সদর উপজেলার উদ্যোগে উপজেলার বিভিন্ন জায়গায় নানা জাতের গাছ লাগিয়ে বৃখরোপন কর্মসূচি পালন করে স্থানীয় নেতা কর্মীরা।
- সদর পৌর যুবলীগের উদ্যগে শহরের পতিত জমিতে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে নেতা কর্মীরা।
-  বানিয়াচং উপজেলা যুবলীগ উপজেলার বিভিন্ন পতিত জমিতে ফলজ, বনজ ও ঔষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।

লালমনিরহাট জেলাঃ
- সদর উপজেলা যুবলীগের উদ্যোগে শহরে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে স্থানীয় নেতা কর্মীরা ।

শরিয়তপুর জেলাঃ
- সদর উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা জুড়ে বিভিন্ন জাতের গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে স্থানীয় নেতা কর্মীরা। 

খাগড়াছড়ি জেলাঃ
- জেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলার ১০টি সাংগঠনিক উপজেলায় প্রায় ৬০ হাজার নানা জাতের গাছের চারা রোপন করা হবে জানান জেলার নেতারা।

নারায়নগঞ্জ জেলাঃ
- মহানগর যুবলীগের উদ্যোগে বিভিন্ন জাতের ফলজ বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। 

কুষ্টিয়া জেলাঃ
- কুমারখালি উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার পতিত জমিতে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে স্থানীয় নেতা কর্মীরা ।

কিশোরগঞ্জ জেলাঃ
- নিকলী উপজেলা যুবলীগের উদ্যোগে বিভিন্ন জাগের বৃক্ষ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে উপজেলা নেতা কর্মীরা।

 মেহেরপুর জেলাঃ
- মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলায় ৭১ হাজার বিভিন্ন জাতের বৃক্ষরোপনের কার্যক্রম উদ্বোধন করা হয়।

 রংপুর জেলাঃ
- রংপুর মহানগর যুবলীগের উদ্যোগে নগরের পতিত জমিতে বিভিন্ন জাতের গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে নেতা কর্মীরা।

 নোয়াখালী জেলাঃ
- বেগমগঞ্জ ও চৌমুহনী পৌর যুবলীগের উদ্যোগে ফলজ, বনজ, ও ঔষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে স্থানীয় নেতা কর্মীরা।

সিরাজগঞ্জ জেলাঃ
- শাহজাদপুর উপজেলা যুবলীগ এর উদ্যোগে বিভিন্ন জাতের ফলজ, বনজ, ও ঔষুধি গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে।   

আরকে//