ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৯ ১৪৩১

বাবার উপর প্রতিশোধ নিতে ৫ বছরের শিশুকে খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার | আপডেট: ০৭:৪২ পিএম, ১ জুলাই ২০২০ বুধবার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিলাসছড়া চা বাগানে বাবার উপর প্রতিশোধ নিতে ৫ বছরের শিশুকে হত্যা করেছে প্রতিপক্ষ।  বুধবার দুপুরে আসামীকে আদালতে হাজির করলে ১৬৪-ধারায়  জবানবন্দিতে সে হত্যার বিষয়টি স্বীকার করে বলে জানিয়েছে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এর এ এস পি আশরাফুজ্জান।

মৌলভীবাজার পুলিশ সুপার মো. ফারুক আহমদ জানান,জেলার শ্রীমঙ্গল উপজেলার বাংলাদেশ চা বোর্ডের নিয়ন্ত্রনাধীন বিলাস ছড়া চা বাগানে একটি সিএনজি অটো রিক্সার ব্যাটারী চুরিকে কেন্দ্র করে বাগানের চকিদার ইউনুছ উল্লার (৩০) সঙ্গে দ্বন্দ্ব বাঁধে একই বাগানের বাসিন্দা শিবু গড়ের। 

এঘটনার জের ধরে ইউনুছ মঙ্গলবার দুপুরে শিবু গড়ের ৫ বছরের সন্তান লিমন গড়কে ময়না পাখির লোভ দেখিয়ে বাগানের নির্জন এলাকায় নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করে। দুপুর থেকে বাচ্চাটি নিখোঁজ হলে তারা নিজ উদ্যোগেই খোঁজাখুঁজি শুরু করেন এক পর্যায়ে মঙ্গলবার রাত ৮টার দিকে বাগানের ৪ নং সেকশনে তার মৃত দেহ পাওয়া যায়।
 
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক জানান, খবর পেয়ে রাত ১০টার দিকে লাশ উদ্ধার করেন এবং রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ইউনুছকে আটক করেন। রাতে তাদের জিজ্ঞাসাবাদে ইউনুছ ঘটনার দায় স্বীকার করেন।

এদিকে এ ঘটনায় বুধবার সকালে বিলাস ছড়া চা বাগানের উত্তেজিত শ্রমিক ক্ষিপ্ত হয়ে বিলাসছড়া চা বাগান বস্তির কয়েকটি বাড়ি ভাংচুর করে। একই সাথে ইউনুছের বাড়িতে অগ্নিসংযোগ করে উত্তেজিত শ্রমিকরা। পরে শ্রমিকরা বিচারের দাবিতে বিলাসছড়া পরীক্ষণ খামার কার্যালয় ঘেরাও করে বলে জানান বাগানের পঞ্চায়েত সভাপতি হিরণ বুনাজী। 

ওসি আব্দুস ছালেক আরো জানান, একই এলাকার চা শ্রমিক মো. ইউনুস কয়েক মাস আগে শিবু গড়ের সিএনজি আটোরিকশার ব্যাটারী চুরি করে নিয়ে যায়। এ নিয়ে স্থানীয় লোকজন সালিস বৈঠকে ইউনুসকে দোষী সাব্যস্ত করে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। কিন্ত সে (ইউনুস) এ টাকা দিতে অস্বীকার করে। এ ব্যাপারে সম্প্রতি শিশুর বাবা শিবু গড় টাকা না দিলে তাকে থানায় মামলার ভয় দেখায়। এতে সে ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে সে এই শিশুকে হত্যা করে।

এদিকে শিশু রিমনের এমন হত্যাকান্ডে পুরো চা বাগানে শোকের ছায়া নেমে এসেছে। বাবা মা পাড়া প্রতিবেশী কারো যেন আহাজারি থামছে না। অপরদিকে ক্ষিপ্ত চা শ্রমিক সকাল দশটায় গাঙ্গপাড় শ্রমিক বস্তিতে ইউনুসের বাড়িসহ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় বলে জানান বাগানের পঞ্চায়েত সভাপতি হিরণ বুনার্জী। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। একই সাথে বিলাসছড়া পরীক্ষণ খামার কার্যালয় ঘেরাও করে সুষ্টু বিচার দাবি করছে শ্রমিকরা।

এ ব্যাপারে রিমনের বাবা শিবু গড় জানান, মঙ্গলবার দুপুরে তার শিশু রিমন গড় পাশের বাড়ি থেকে দুধ আনতে গেলে ইউনুসের সাথে তার দেখা হয়। এ সময় রিমনকে ময়না পাখির বাচ্চা দেয়ার কথা বলে চা-বাগানের ৪নং সেকশনে নিয়ে যায়। এরপর থেকে থেকে রিমনকে তারা খোঁজে পাচ্ছিলেন না। পরে ওই দিন রাতে চা-বাগানের ৪নং সেকশনের একটি জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় তার লাশ দেখতে পান। 

এসময় তিনি বলেন, রিমন তার একমাত্র ছেলে। রিমনের মা বাগানে শ্রমিকের কাজ করেন। আর তিনি একটি সিএনজি ক্রয় করে পরিবারে আর্থিক যোগান দিয়ে যাচ্ছিলেন। আর এই সিএনজি অটোরিক্সার নাম করণও করেছিলেন পুত্র রিমনের নামে। এই সিএনজির ব্যাটারী চুরি করে ইউনুছ।
কেআই/