ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

সামাজিক ও রাজনৈতিক দূরত্ব মেনে চলুন : আইএইএ’কে ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৯ এএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুকের সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাক্ষাতের তীব্র সমালোচনা করেছে ইরান।

রাফায়েল গ্রোসিকে কটাক্ষ করে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ‘আপনার উচিত সামাজিক দূরত্বের পাশাপাশি রাজনৈতিক দূরত্বও মেনে চলা…।’ আরাকচি আইএইএ’র প্রধানকে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

হুকের সঙ্গে গ্রোসির সাক্ষাতের যে ছবি প্রকাশিত হয়েছে তাতে দুই কর্মকর্তাকে কাছাকাছি দাঁড়িয়ে কথা বলতে দেখা গেছে; যদিও বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দুই ব্যক্তির মধ্যে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখার নিয়ম পালন করছেন বিশ্ব নেতৃবৃন্দ।

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা তদারকির দায়িত্ব পালন করছে আইএইএ। অন্যদিকে এই বিশ্ব সংস্থাকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে চাপপ্রয়োগ জোরদার করতে চায় আমেরিকা। ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উপায় খুঁজে বের করা হচ্ছে ব্রায়ান হুকের চাকরির একমাত্র দায়িত্ব।
সূত্র : পার্সটুডে
এসএ/