ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

ডিএসসিসিকে বিশ হাজার মাস্ক দিলো `ডেকাথ্লন বাংলাদেশ`

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১২ পিএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৫:১৪ পিএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ফ্রান্স-ভিত্তিক ক্রীড়া-সামগ্রী বিপণন প্রতিষ্ঠান 'ডেকাথ্‌লন বাংলাদেশ’ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে ২০ হাজার নন-সার্জিকেল ফেব্রিক-মাস্ক প্রদান করেছে। 

বৃহস্পতিবার সকালে নগর ভবনে  ডিএসসিসি মেয়রের কার্যালয়ে ডেকাথ্‌লন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দীপক ডি’সুজার নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর কাছে মাস্কগুলো হস্তান্তর করেন। 

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় ডেকাথ্লন বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং মাস্কগুলো কর্পোরেশনের মশক-নিধন ও পরিচ্ছন্নতাকর্মী  কর্পোরেশনের কর্মীদের সুরক্ষার জন্য ব্যবহার করার নির্দেশনা দেন।
কেআই/