ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

হিলিতে ১৮০ বোতল ফেনসিডিলসহ আটক ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত ভোররাত সাড়ে ৪টায় হিলি সীমান্তের হরেকৃষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। 

আটককৃতরা হলো, হিলির সরঞ্জাগাড়ি গ্রামের ছলিম উদ্দিনের ছেলে আলী হোসেন (২৭), একই গ্রামের মতিউর রহমানের ছেলে মোক্তারুল ইসলাম (২৭), সাতকুড়ি গ্রামের খলিলুর রহমানের ছেলে সাহাজুল ইসলাম (২৫)।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, ফেনসিডিলের চালান নিয়ে একদল চোরাকারবারী দেশের অভ্যন্তরে যাচ্ছে এমন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল ভোররাত সাড়ে ৪টার দিকে হিলি সীমান্তের হরেকৃষ্টপুর এলাকায় অবস্থান নেয়। 

এসময় তিনজনের একটি দল সীমান্ত এলাকা থেকে বিপরীত দিকে যাওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশ, সেই সাথে তাদের নিকট থেকে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
কেআই/