হিসাব চেয়ে দলগুলোকে ইসির চিঠি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:২৬ পিএম, ২ জুলাই ২০২০ বৃহস্পতিবার
দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ৩১ জুলাইয়ের মধ্যে ২০১৯ সালের আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সহকারী সচিব রৌশন আরা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
রৌশন আরা বলেন, নিবন্ধিত ৪১টি দলের অডিট রিপোর্ট রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মের মাধ্যমে নিরীক্ষা করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ৯০-এইচ (১) (সি) ধারা অনুযায়ী নিবন্ধিত কোনো দল পরপর তিন বছর কমিশনে আর্থিক প্রতিবেদন দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিলের এখতিয়ার রয়েছে ইসির।
তিনি জানান, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আর্থিক প্রতিবেদন জমা দেয়ার অনুরোধ জানিয়ে দলগুলোর সাধারণ সম্পাদক ও মহাসচিব বরাবর চিঠি দেয়া হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে ইসিতে ৪১টি দল নিবন্ধিত রয়েছে। ২০০৮ সাল থেকে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতিবছর আর্থিক লেনদেনের হিসাব দেয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর।
আরকে//