ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

ঢামেকে একদিনেই ১২ জনের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮ এএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জনই করোনার উপসর্গে আর বাকি তিনজন ভাইরাসটিতে ভুগে মারা যান। 

বৃহস্পতিবার (২ জুলাই) ঢামেক হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত হাসপাতালটির দুটি করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। 

করোনায় মারা যাওয়া ওই তিন ব্যক্তি হলেন, ঢাকার কেরানীগঞ্জের হাজী শওকত আলী (৬০), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার নিখিল মন্ডল (২০) ও ফরিদপুর সদরপুর উপজেলার মো. সজল মিয়া (৩২)

এর আগে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন জানান, ‘গত দুই মাসে এ হাসপাতলের করোনা ইউনিটে ৩ হাজার ৯০৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২১০ জন রোগীর মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন এক হাজার ৫৮০ জন।’

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে আক্রান্তের সংখ্যা দীর্ঘ হয়েই চলেছে। যা এখন পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৯২৬ জনের। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬৬ হাজার ৪৪২ জন। 
এআই/এসএ/