বাগেরহাট বিসিক শিল্প নগরীতে অনুন্নত রাস্তা, অবকাঠামোগত সমস্যা আর বিদ্যুৎ-পানির অভাব
প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২০ মার্চ ২০১৭ সোমবার | আপডেট: ১২:৪৫ পিএম, ২০ মার্চ ২০১৭ সোমবার
অনুন্নত রাস্তা, অবকাঠামোগত সমস্যা আর বিদ্যুৎ-পানির অভাবে মুখ থুবড়ে পড়েছে বাগেরহাট বিসিক শিল্প নগরীর কার্যক্রম। প্রতিষ্ঠার দীর্ঘ ২১ বছরেও এখানে সরবরাহ হয়নি বিশুদ্ধ পানি, তার উপর ভাঙ্গা রাস্তা আর পয়ঃনিষ্কাশনের ড্রেন না থাকায় বিপাকে শিল্প মালিকরা। এখানের অনেক পণ্য রপ্তানি হলেও নানা সমস্যায় পড়ে কলকারখানা সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।
বাগেরহাট শহরের দড়াটানা নদীর পাশে ১৯ একর জমিতে ১৯৯৫ সালে নির্মিত হয় বাগেরহাট বিসিক শিল্প নগরী। শুরুর দিকে শুধু নারকেল তেলের কারখানা চালু হলেও ধীরে ধীরে এখানে গড়ে ওঠে আরো কিছু কলকারখানা।
বর্তমানে এখানে আছে ৪৪টি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। যার মধ্যে ১৬টি নারকেল, ৩টি অটো রাইস, ২টি ব্যাটারী কারখানা, ১টি চারকোল ইন্ডাস্ট্রিসহ আছে মশার কয়েল, সরিষার তেল ও ডালের কারখানা। নারকেলের ছোবড়া ও নারকেল দিয়ে এ শিল্প নগরীর উৎপাদিত ফোম ও খাদ্যপন্য রপ্তানী হচ্ছে বিদেশেও। তবে উদ্যোক্তাদের চাহিদা থাকলেও, এখানে নেই প্রয়োজনীয় সুযোগ সুবিধা।
সম্ভাবনাময় এ শিল্প নগরীর চিহ্নিত সমস্যাগুলো দূর করার দাবি উদ্যোক্তাদের।
সমস্যার কথা স্বীকার করে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান বিসিকের উপব্যবস্থাপক।
উদ্যোক্তাদের চাহিদা আর এসব সমস্যা নিরসন হলে শিল্প নগরীটি আবারও চাঙ্গা হয়ে উঠবে- এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।