ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সিরাজগঞ্জে এ্যাম্বুলেন্স খাদে পড়ে নিহত ১, আহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:১৪ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার

সিরাজগঞ্জের সলঙ্গায় এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ওমর আলী (৬০) নামে এক এক পাটকল শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এ্যাম্বুলেন্সের আরো ৫ যাত্রী আহত হন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানার ঘুড়কা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

নিহত ওমর আলী বগুড়ার আফরিন জুট মিলের শ্রমিক ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মনার পাড়া গ্রামের বাসিন্দা। ফায়ার সার্ভিস হাটিকুমরুল হাইওয়ে থানা, সলঙ্গা থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে দেয়।

এ্যাম্বুলেন্সে থাকা বগুড়া আফরিন জুট মিলের ঠিকাদার সোহেল রানা এবং রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সেরাজুল ইসলাম জানান, বগুড়া থেকে আমরা জামালপুরের সরিষাবাড়িতে যাচ্ছিলাম। বগুড়া থেকে একটি এ্যাম্বুলেন্স ভাড়া করেন বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় পর্যন্ত। পরে ঘটনাস্থলে পৌঁছলে এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক জন নিহত ও ৫ জন আহত হয়। পরে হতাহত ও দুর্ঘটনা কবলিত এ্যাম্বুলেন্স উদ্ধার করা হয়।

এনএস/