ঘুমিয়ে পড়লেন চালক, পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত : ০২:৫৭ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার | আপডেট: ০২:৫৮ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার
রায়পুর-চাঁদপুর আঞ্চলিক সড়কে মিনি পিকআপ ও কংকর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। ধারণা করা হচ্ছে, পিকআপের চালক ঘুমিয়ে পড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
শুক্রবার (৩ জুলাই) মধ্যরাতে রায়পুর ও চাঁদপুর সড়কের চৌধুরিপুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ শহরের বাসিন্দা বলে জানা গেছে।
আজ শনিবার সকালে রায়পুর থানার পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাযুক্ত ট্রাক ও পিকআপ খালে পড়ে যাওয়ায় উদ্ধারের চেষ্টা চলছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শুক্রবার রাত ৩টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা ইটের কংকরবাহী ট্রাক ও বিপরীত দিক থেকে যাওয়া খালি পিকআপ রায়পুরের চৌধুরীপুলের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক (৪০) মারা যান। পরে ট্রাক চালক (৪৫) কে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তবে এখনও নিহতদের পুরো নাম ও ঠিকানা সঠিকভাবে জানা যায়নি।
রায়পুর থানার ওসি তোতা মিয়া জানান, ‘নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে। পড়ে যাওয়া ট্রাক ও পিকআপ খাল থেকে উদ্ধার করে জব্দ করা হবে।’
এআই//এমবি