ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ভোলায় মেঘনা নদীতে ডাকাতি,জাল-ট্রলার লুট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার | আপডেট: ১০:২৯ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার

ভোলার তজুমদ্দিনের মেঘনায় জেলেদের ট্রলার হামলা চালিয়েছে জলদস্যুরা। এসময় ৪ লক্ষাধিক টাকার মাছ,জাল লুট করেছে জলদস্যুরা। হামলায় আহত হয়েছে ৪ জন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএসম জিয়াল হক জানান, শনিবার ভোর রাতের দিকে মেঘনায়  ডাকাতির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ। 
 
তিনি আরও জানিয়েছেন, মেঘনা নদীতে মাছ ধরার শেষে করে ভুট্রু মাঝিসহ অন্যরা ট্রলার নিয়ে ভোলার দিকে ফিরছিলেন।

এ সময় একদল দস্যু তাদের আতর্কিত হামলা চালিয়ে জাল ও মাছ লুট করে নিয়ে যায়। এসময় মাঝি আহত হয়েছে। তবে এ ঘটনায় বিকাল পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি বলে জানান ওসি।

অন্যদিকে দুপুরের দিকে দস্যুদের মুক্তিপণ দিয়ে অপহৃত জেলে ও ট্রলার উদ্ধার হয়েছে বলে আহত জেলেরা জানিয়েছে।  এদিকে ছেলে জলদুস্যদের হাতে আটকের কথা শুনে সকালে ভুট্রু মাঝির মা স্টক করে মারা যায়।
কেআই/