ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সীতাকুণ্ডে সকল ভাড়াটিয়ার তথ্য চেয়েছে পুলিশ

প্রকাশিত : ০৬:০৩ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার | আপডেট: ০৬:০৩ পিএম, ২১ মার্চ ২০১৭ মঙ্গলবার

জঙ্গি আস্তানার খোঁজে সীতাকুণ্ডে সকল ভাড়াটিয়ার তথ্য চেয়েছে পুলিশ। এসব তথ্য যাচাই-বাছাইয়ের পর ডাটাবেইজ তৈরি করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার মাইকিং করে ভাড়াটিয়াদের তথ্য পুলিশের কাছে জমা দেয়ার অনুরোধ জানানো হয়। পুলিশ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘিরে জঙ্গিদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। সীতাকুণ্ডে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জঙ্গিদের সে পরিকল্পনা ভুন্ডুল করে দেয়া হয়েছে। এদিকে জঙ্গিদের মৃতদেহ পরিবার গ্রহণ না করায় বেওয়ারিশ হিসাবে আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে দাফন করা হয়েছে।