করোনায় মারা গেলেন খুলনার বিশিষ্ট ক্রীড়া সংগঠক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনার বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং খুলনা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ক্লাব কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (কেকেএসপি) পরিচালক সরদার রফিকুল ইসলাম (৬৮)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
তিনি মঙ্গলবার ভোর ৪টার দিকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সরদার রফিকুল ইসলাম পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তর শলুয়া গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের ছেলে। তিনি নগরীর ছোট মির্জাপুরের বাসিন্দা।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা হাসপাতালের মুখপাত্র ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, সরদার রফিকুল ইসলাম সোমবার রাত সাড়ে ১০টার দিকে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। তিনি কিডনি ও হার্টের রোগে ভুগছিলেন।
এসএ/