ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

করোনায় মারা গেলেন সাবেক অতিরিক্ত সচিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২১ এএম, ৮ জুলাই ২০২০ বুধবার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মীর বেলায়েত হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার রাত পৌনে ১২টায় রাজধানীর মোহাম্মদপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এ এইচ এম মাসুম বিল্লাহ। মীর বেলায়েত হোসেনকে গতকাল মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব কে এম আলী আজম এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান সনৎ কুমার সাহা মীর বেলায়েত হোসেনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মীর বেলায়েত হোসেনসহ এ পর্যন্ত প্রশাসনের সাবেক ও বর্তমান মিলিয়ে ১৩ জন কর্মকর্তা মারা গেছেন। আর করোনায় প্রশাসনের প্রায় আড়াই শ কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।  
এসএ/