ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

করোনায় আক্রান্ত ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮ এএম, ৮ জুলাই ২০২০ বুধবার

করোনা আক্রান্ত হয়েছেন ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। নিরাপদ খাদ্য উৎপাদন ও খাদ্য সংকট মোকাবিলায় বিভাগীয় দায়িত্ব পালনকালে তিনি করোনা আক্রান্ত হন। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। 

ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাসুদ রানা এ তথ্য জানান।

শারমিন আক্তার জানান, গত ২৮ জুন জ্বর এলে বাসায় থেকে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। কিন্তু  দুই-এক দিনের মধ্যে জ্বরের পাশাপাশি শরীর ব্যথা, গলা ব্যথা, ঘ্রাণশক্তি কমে যাওয়া এবং জিহ্বায় স্বাদ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। দুদিন পর জ্বর ও শরীরের ব্যথা বৃদ্ধি পেলে ফেনী জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষায় নমুনা দেন তিনি। মঙ্গলবার (৭ জুলাই) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ কল করে তার করোনা পজিটিভের রিপোর্টের কথা জানায়।

এই কৃষি কর্মকর্তা বলেন, জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিতে আমাদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। দায়িত্বে অবহেলা করিনি, তাই করোনা আক্রান্ত হলেও মনোবল অটুট আছে। বিশ্বাস করি, সবার দোয়া ও আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠবো।

এছাড়াও জেলায় নতুন করে আরও ৩০ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত  হয়েছে। 
এসএ/