ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম

বশেমুরবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ০৪:০১ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার | আপডেট: ০৪:০১ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার

খুলনার ফুলবাড়ি গেটের জাব্দিপুরে প্রতিবেশীর সাথে বিরোধের জের ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. আবিদ কাউসারকে কুপিয়ে জখম করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) খুলনার ফুলবাড়ি গেট সংলগ্ন জাব্দিপুরে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তাকে স্থানীয় শিরোমণি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে জানা যায়, ড্রেনে ময়লা ফেলাকে কেন্দ্র করে এক প্রতিবেশীর সাথে আবিদের কলহ সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা আবিদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করলে সে মারাত্মকভাবে জখম হয়। তাকে বাঁচাতে তার মা এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। অস্ত্রের আঘাতে তার মায়ের হাতের কব্জি ভেঙ্গে যায়।  

এ ব্যাপারে খুলনার খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম বলেন, ‘প্রতিবেশীর দ্বারা  বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ দায়ের করা হলে মেডিকেল রিপোর্টের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

এআই//