করোনা পজিটিভ ও নেগেটিভের মারামারিতে আহত ৬
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:২৮ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার | আপডেট: ০৫:১১ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
করোনো নেগেটিভ আর পজেটিভ এ দুদলে ভাগ হয়ে শুরু হয়ে যায় তুমুল ঝগড়া। এক পর্যায়ে ঝগড়া মারামারিতে রুপ নেয়। ঘটনাটি ঘটেছে ১৮ নম্বর কলকাতার দমদম রোডের বস্তি এলাকায়। সংঘর্ষের জেরে আহতও হয়েছেন অনেকে। আহতদের আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে প্রচুর পুলিশ।
করোনা এবং করোনা নন এই বিতর্ককে কেন্দ্র করে এদিন সকালে দুটি ভাগে ভাগ হয়ে যায় একটি বস্তির বাসিন্দারা। আর তারপরই শুরু হয়ে যায় মারামারি। সংঘর্ষের জেরে আহত হয়েছেন ৬ জন। জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই ১৮ নম্বর দমদম রোডের ওই বস্তি এলাকায় গন্ডগোল বাধে। উত্তেজনা ছিল এলাকায়। তারপর বেলা বাড়তেই একেবারে হাতাহাতি বেঁধে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকার একজনের করোনা পজিটিভ বেরিয়েছে। তাঁদের অভিযোগ, সেই রোগী ও রোগীর পরিবার কোনও নিয়মই মানছেন না। তারা সেটা বলতে গেলে, তাদের সঙ্গে বিতর্ক বেঁধে যায়। সেই বচসা-ই হাতাহাতিতে গড়ায়। সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে।
এসি