করোনা রুখবে কামান গাড়ি!
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:২০ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার | আপডেট: ০৭:৩৫ পিএম, ৮ জুলাই ২০২০ বুধবার
করোনা রুখতে কামান দাগা! হ্যাঁ কলকাতা পৌরসভা এবার সেটাই করতে চলেছে। করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। বাড়ছে কনটেইনমেন্ট এলাকার সংখ্যাও। কিন্তু সেই তুলনায় সরঞ্জামের সংখ্যা নেহাতই কম।
একটি এলাকায় স্প্রে করার গাড়ি পাঠালে সেখানেই সময় লেগে যাচ্ছে অনেক্ষণ। তাই এবার কামানের টেকনোলজি কাজে লাগিয়ে ২৭ লক্ষ টাকা ব্যয়ে কেনা হয়েছে নতুন গাড়ি। যা কিনা কম সময়ে অনেকটা এলাকা জীবাণুনাশক ছড়াতে পারবে। তবে এই বিশাল আকৃতি গাড়ির জন্য চাই বড় জায়গা। ফুটপাত চওড়া রাস্তা, অফিস, বড় বিল্ডিং সাইজ করবে কয়েক মুহূর্তের মধ্যে এই বিশেষ কামান গাড়ি।
এই কামান সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত তরল স্প্রে ৮০ মিটার দূর পর্যন্ত করতে পারে। এই কামান টি ঘুরতে পারে ৩৬০ডিগ্রি অ্যাঙ্গেলে। এর পিছনে একটি জেনারেটর ফিট করা রয়েছে। রয়েছে জলের ট্যাঙ্কার, আর সামনে রয়েছে এই কামান।
সেখান থেকেই গোলার মতো এই তরল বের হবে যা একসঙ্গে অনেকটা দূরত্ব পর্যন্ত এবং অনেকটা ব্যাসার্ধ কভার করতে পারবে। শনিবার, দুপুরে রাসমণি রোড এ এই গাড়ি উদ্বোধন করবেন মেয়র।
এসইউএ/এসসি