ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

রাজধানীতে সিএনজি অটোরিকশার ধর্মঘট

প্রকাশিত : ০৮:৩৭ এএম, ১৩ মার্চ ২০১৬ রবিবার | আপডেট: ০৮:৩৭ এএম, ১৩ মার্চ ২০১৬ রবিবার

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘হয়রানি’ বন্ধসহ ৭ দফা দাবিতে রাজধানীতে চলছে সিএনজি অটোরিকশা ধর্মঘট। সিএনজি চালিত অটোরিকশা চালকদের সংগঠন ‘ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন’ এ কর্মসূচির ডাক দেয়। শনিবার ইউনিয়নের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা চলবে এই ধর্মঘট। সংগঠনের নেতারা জানান, যখন তখন জেল-জরিমানা বন্ধ, কারাবন্দি চালকদের মুক্তি, ডাম্পিং বন্ধসহ ৭ দফা দাবিতে শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করা হবে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। চালক ইউনিয়নের অভিযোগ, অভিযানের নামে চালকদের হয়রানি করা হচ্ছে।