করোনামুক্ত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩৯ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০২:৫০ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া
মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস থেকে পরোপুরি সেরে উঠেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। আজ বৃহস্পতিবার নিজের ভেরিভায়েড ফেসবুকে এ তথ্য জানান তিনি নিজেই।
ফেসবুকে তিনি লেখেন, ‘God is merciful!! জুন মাসের ১৬ তারিখে আমার গাড়ির চালক করোণায় আক্রান্ত হওয়ার খবর শুনে আমি আইসোলেশনে চলে যাই। এই অবস্থায় হালকা কাশি ও গলা ব্যথার কারণে আমি এবং আমার পরিবারের সকলেই কভিড-১৯ টেস্ট করাই এবং ২০শে জুন আমি সহ বাসার মোট ৬ জনের পজেটিভ রিপোর্ট আসে। মৃদু উপসর্গ থাকার কারণে সকলের শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। এই সংবাদে পরিচিত অনেকেই উদ্বিগ্ন হতে পারেন-যার কারণে সীমিত ব্যক্তিবর্গ ছাড়া কাউকে জানানোর প্রয়োজন মনে করিনি।’
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিপ্লব বড়ুয়া আরও লেখেন, ‘ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘরে বসে চিকিৎসা নিয়েছি এবং নির্দেশনা প্রতিপালন করেছি। বেশ কয়েকদিন পরে আমার করোনা আক্রান্ত হওয়ার সংবাদটি প্রচারিত হয়। এরপর আমার সুস্থতা কামনায় আপনারা মসজিদে, মন্দিরে, গির্জায় প্রার্থনা করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সকলের একমাত্র আশ্রয়- তিনি সাহস যুগিয়েছেন সবসময়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আমার শ্রদ্ধেয় সহকর্মীগণ, মাননীয় মন্ত্রী পরিষদের সদস্য ও বিচারপতিগণ, সেনাপ্রধানসহ সামরিক-বেসামরিক কর্তাব্যক্তি, বিদেশি কূটনীতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্খীরা আমার দ্রুত আরোগ্য লাভের জন্য টেলিফোনে-এসএমএস যোগে দোয়া-প্রার্থনা, আশীর্বাদ-ভালোবাসা-সহমর্মিতা জানিয়েছেন। আমার মত একজন সাধারণ মানুষের জন্য আপনারা যে ভালোবাসা-সমর্থন প্রদর্শন করেছেন তা দেখে আমি অভিভূত ও কৃতজ্ঞ।’
তিনি লেখেন, ‘১৯ দিন পর আমি পুনরায় পরীক্ষা করাই এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে আমি সহ পরিবারের অন্যান্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ অর্থাৎ আমরা সকলেই করোনামুক্ত। তবে পরবর্তী কিছুদিন আমাদের আইসোলেশনেই থাকতে হবে। দেশ বিদেশের অসংখ্য মানুষ, আমাদের পরিচিতজন অনেকেই এখনো করোনা আক্রান্ত। আপনারা সকলের সুস্থতার জন্য প্রার্থনা করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।।’
এরআগে, গত ২৬ জুন বিপ্লব বড়ুয়ার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা ভাইরাস টেস্ট করিয়েছেন। টেস্টে রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে।’ তবে এখন তিনি ভাল আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজের সরকারি বাসায় থেকেই বিপ্লব বড়ুয়া চিকিৎসা নিচ্ছেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের জানাজা সম্পন্ন হওয়ার পর থেকেই বিপ্লব বড়ুয়া নিজ বাসায় অবস্থান করেন। তার সরকারি গাড়িচালকের করোনা শনাক্ত হয়। এরপর বিপ্লব বড়ুয়ার পরিবারের সবাই বাসায় আইসোলেশনে চলে যান। পরবর্তীতে পরীক্ষায় সবার করোনা পজিটিভ আসে। তারপর থেকে নিজ বাসাতেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
উল্লেখ্য, দেশে করোনার প্রার্দুভাব দেখা দেওয়ার পর থেকেই বিপ্লব বড়ুয়া করোনা সংক্রান্ত কাজে, অসহায় মানুষের জন্য ত্রাণ সহায়তায় তার ব্যাপক তৎপরতা দেখা যায়। দিন রাত দলীয় এবং সাধারণ মানুষের জন্য কাজ করছিলেন। এর মধ্যেই তিনি করোনা আক্রান্ত হন।
বিপ্লব বড়ুয়া সবার কাছে দোয়া চেয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘আমাদের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের জানাজার পর দিন থেকেই গত ১৩ দিন ধরে আমার সরকারি বাসায় রয়েছি। কাউকে জানানোর মতো তেমন কিছু নয়। আমি এবং আমার পরিবারের সকল সদস্য পরম করুণাময়ের কৃপায় আপনাদের সকলের আশির্বাদে এখনো পর্যন্ত ভালো আছি। আপনারা যারা খোঁজখবর নিচ্ছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সম্পূর্ণ সুস্থ হয়ে শীঘ্রই কাজকর্ম শুরু করতে পারবো বলে আশা করছি। আপনারা দোয়া রাখবেন।’
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ২০১৯ সালের মার্চে উপসচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। একই বছরের অক্টোবরে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে উপ-দফতর সম্পাদক থেকে দফতর সম্পাদক হন তিনি। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই ত্রাণ কার্যক্রমসহ সীমিত পরিসরে আওয়ামী লীগের সব কর্মসূচিতে মাঠে ছিলেন দলটির এ নেতা। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে নিজ এলাকা চট্টগ্রামের লোহাগাড়ায় ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
এমবি//