ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বাঁচতে চায় নোবিপ্রবি শিক্ষার্থী সাইফ 

আব্দুর রহিম, নোবিপ্রবি:

প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

মোঃ সাইফ উদ্দিন! একটি পরিবারের একরাশ স্বপ্নের নাম। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন সাইন্সের ‘ইনফরমেশন সাইন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট’ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন শেষে পরিবারের হাল ধরার স্বপ্নে বিভোর সাইফ করোনা প্রাদুর্ভাবের প্রথম দিকে শারীরিক যন্ত্রনা অনুভব করলে গ্রাম্য ডাক্তারের শরণাপন্ন হন।

কিন্তু ১/২ মাসের মধ্যেই অবস্থা জটিলতর হতে থাকে। পরবর্তীতে ঢাকায় ডাক্তার দেখানো হয়। জুলাইয়ের শুরুতেই জানা যায় যে, তার দু’টো কিডনিই ইতোমধ্যে অকেজো হয়ে গিয়েছে। সাইফ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের দায়িত্বরত ডাক্তার বলেছেন, সাইফের কিডনি প্রতিস্থাপন করতে হবে, তা না হলে সাইফকে বাঁচানো সম্ভব নয়। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, সাইফের পরিবারের কারো সাথেই তাঁর রক্তের গ্রুপ ম্যাচ না করায় পরিবারের ইচ্ছে সত্ত্বেও কেউ কিডনি দিয়ে সাইফকে সুস্থ করতে পারছেন না। এমতাবস্থায়, সাইফকে বাঁচাতে হলে অন্য কোথাও থেকে কিডনির ব্যবস্থা করেই তা প্রতিস্থাপন করতে হবে। 

সাইফের বাবা জানান, ছেলেকে বাচাঁতে প্রায় ২০ (বিশ) লাখ টাকা লাগবে বলে ডাক্তার জানিয়েছেন। সাইফের পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়। তাই পরিবারের পক্ষ থেকে সাইফের সহপাঠী, শিক্ষক, প্রতিষ্ঠানসহ সমাজের দয়ালু বিত্তবানদের প্রতি সহযোগিতার আবেদন করেছেন।

এখন একটি সম্ভাবনাময় প্রদীপকে বাঁচানোর দায়িত্ব সমাজের। আমাদের। সকলের। আমরা সবাই এগিয়ে আসলে সাইফের চিকিৎসা সম্ভব। আসুন সকলে আন্তরিকতার সাথে সাইফের জন্য আর্থিক সহায়তা করি। বাঁচিয়ে তোলার চেষ্টা করি অকালে ঝরে যাওয়ার আশঙ্কায় থাকা আমাদের সাইফকে। সাইফকে সাহায্য পাঠানোর জন্য নিম্নোক্ত ব্যাংক হিসাব আর বিকাশ/নগদ/রকেট নম্বর ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে।

ব্যাংকঃ (অনলাইন ব্যাংকিং সুবিধাসহ)
Joint Account Name: Kamal Uddin,N I Azad and FA Mitu.
Bank A/C no.12112100040673
Exim Bank Limited, Sonapur Branch, Noakhali 
Routing no. 100752261 (if necessary)

বিকাশ নম্বরঃ (+88) 01879 373407
(+88) 01620 965672
(+88) 01834 447801
নগদ নম্বরঃ (+88) 01830 016100
রকেট নম্বরঃ (+88) 01742 268670

আরকে//