ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

পল্লী কবি জসীমউদদীনের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ০৮:৫১ এএম, ১৩ মার্চ ২০১৬ রবিবার | আপডেট: ০৮:৫১ এএম, ১৩ মার্চ ২০১৬ রবিবার

পল্লী কবি জসীমউদদীনের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৩ই মার্চ তিনি ঢাকায় মারা যান। ১৯০৩ সালের ১লা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন কবি জসীমউদদীন। কলেজ জীবনেই ‘কবর’ কবিতা রচনা করে বিপুল খ্যাতি অর্জন করেন তিনি। ১৯৩১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাস করার পর পল্লী সাহিত্যের সংগ্রাহক হিসেবে কর্মজীবন শুরু করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রাখালী, নকশী-কাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত, সোজন বাদিয়ার ঘাট। নাটক ও শিশু-সাহিত্যেও কাজ করেন তিনি। স্বীকৃতি হিসেবে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি-লিট এবং একুশে পদকে ভূষিত হন।