ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩২ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় সেলিনা আক্তার (৩৫) নামে স্থানীয় ভূমি অফিসের অফিস সহায়িকা নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায তিনি মারা যান। নিহত সেলিনা উপজেলার পলাশবাড়ী ভূমি অফিসের অফিস সহায়িকা ও ওমার গ্রামের জনৈক মোজাফ্ফর রহমানের স্ত্রী।
ধামইরহাট থানার ওশি আব্দুল মমিন জানান, বৃহস্পতিবার অফিসের কাজ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে নিজের ছেলে মাসুম বিল্লাহর মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ধামইরহাট-নজিুপর-নওগাঁর আঞ্চলিক মহাসড়ের ফতেপুর বাজার সংলগ্ন চকবদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে পৌছলে তার ছেলে ছাগল বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে সেলিনা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা আরো অবনতি হলে তাকে রাজশাহী মেডিকাল হাসপাতালে স্থানান্তর করা হয়।
কেআই/