ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

করোনায় মারা গেলেন ইউপি চেয়ারম্যান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার | আপডেট: ১২:৪৩ এএম, ১১ জুলাই ২০২০ শনিবার

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহজাহান মিয়া (৬৮)।  

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সরাইলে এই প্রথম কেউ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলো।
 
পারিবারিক সূত্রে জানা যায়,শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 
   
সরাইল উপজেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯৫ জন। এতে সুস্থ হয়েছেন ৩৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১ জন। বাকি ৫৭ জন বিভিন্ন হাসপাতাল ও হোমকোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া।
কেআই/