দোহারে আওয়ামী লীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৯ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার দোহারে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। তাঁর ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে নিজ হাতে বৃক্ষরোপন করেন।
শনিবার বেলা সাড়ে ১০টায় জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে বেগম আয়েশা পাইলট বালিকা স্কুল এন্ড কলেজ, সরকারি জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, মালিকান্দা-মেঘুলা স্কুল এন্ড কলেজ, নারিশা উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর সামছুদ্দিন সিকদার উচ্চ বিদ্যালয়, ডেফোডিল্স হাই স্কুল, মধুরখোলা উচ্চ বিদ্যালয়, পদ্মা ডিগ্রি কলেজসহ ১২টি প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়। দোহার ও নবাবগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানা যায়।
এসময় আরও উপস্থিত ছিলেন,তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর অব. ডা. এ আর খান, সাবেক ভূমি নিবন্ধন মহাপরিচালক (আইজিআর) খান আব্দুল মান্নান, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান এম এ হান্নান, দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি মাহবুব বেপারী, আওয়ামীলীগ নেতা- শেখ শাহাবুদ্দিন, মনজু মোল্লা, শেখ শাহীন, মিজানুর রহমান, মো. মোস্তফা মোল্লা, হাবিবুর রহমান, রাজীব শরীফ প্রমূখ।
কেআই/