ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে জার্মানি

প্রকাশিত : ০৩:৫৮ পিএম, ২৩ মার্চ ২০১৭ বৃহস্পতিবার

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।

এদিন জাতীয় দলের হয়ে ১৩০তম ও বিদায় ম্যাচ খেলতে নামেন জার্মানির তারকা ফুটবলার লুকাস পোডোলস্কি। আর গোল করে ম্যাচ জয়ে নায়ক হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন এই ফরোয়ার্ড।  প্রতিদ্বন্দ্বীতামূলক খেলায় ম্যাচের প্রথম থেকেই খেলতে থাকে সমান তালে লড়তে থাকে দুদল। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। বিরতির ৬৯ মিনিটে একমাত্র গোলটি করে জার্মানির জয় নিশ্চিত করেন ফরোয়ার্ড লুকাস পোডোলস্কি।