মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনিজুয়েলা থেকে তেল কিনছে ভারত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০২ এএম, ১২ জুলাই ২০২০ রবিবার
ভেনিজুয়েলার প্রধান সমুদ্রবন্দর হোসে- স্টিলগুরু
ভেনিজুয়েলার ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটির কাছ থেকে অপরিশোধিত তেল কিনছে ভারত। মুম্বাই ভিত্তিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঘোষণা করেছে যে, গত তিন মাসের মধ্যে তারা প্রথমবারের মতো ভেনিজুয়েলা থেকে অপরিশোধিত তেল আনতে যাচ্ছে। খবর রয়টার্স ও পার্স টুডে’র।
চলতি সপ্তাহে ভেনিজুয়েলার প্রধান বন্দর হোসে থেকে ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নেবে রিলায়েন্স কোম্পানি। কোম্পানিটি জানিয়েছে, ভেনিজুয়েলা থেকে অপরিশোধিত তেল নেয়ার বিনিময়ে তারা দেশটিকে ডিজেল সরবরাহ করবে।
এর আগেই ভারতীয় প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভেনিজুয়েলার রাষ্ট্রীয় কোম্পানির কাছ থেকে তেল বিনিময় চুক্তির আওতায় অপরিশোধিত তেল কেনা অব্যাহত থাকবে।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে সেখানে বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে ক্ষমতায় বসানোর লক্ষ্য নিয়ে কাজ করছে মার্কিন সরকার। এজন্য ভেনিজুয়েলার ওপর কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
এমএস/